দক্ষিনদিনাজপুর

লরি ধর্মঘটের প্রভাব পড়লনা দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে

দক্ষিণ দিনাজপুরে লরি ধর্মঘটের প্রভাব পড়লেও, এদিন জেলার ভারত - বাংলাদেশ বহির্বানিজ্য কেন্দ্র হিলি সীমান্তে কোনো প্রভাব পড়েনি। কারণ, ঈদ উপলক্ষে এদিনও বাংলাদেশের বহির্বানিজ্য বন্ধ থাকায় স্বাভাবিক ভাবেই বন্ধ ছিল রপ্তানি। তবে অনির্দিষ্টকাল ধরে এই ধর্মঘট চললে মঙ্গলবার থেকে বহির্বানিজ্যে এর প্রভাব পড়তে পারে। অন্যদিকে এদিন জেলার সমস্ত লরি চলাচল বন্ধ রয়েছে বলে জানান ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর এস্যোশিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট দীলিপ গুহ।

    এই বিষয়ে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর এস্যোশিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট দীলিপ গুহ বলেন, এদিন তারা পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবীতে তারা ধর্মঘট পালন করছেন। সেই সঙ্গে তারা ডিজেল ও পেট্রোলকে জিএসটির অন্তর্ভুক্ত করার জন্য দাবী জানিয়েছেন। যদি তাদের এই দাবী না মানা হয়, তবে আগামী দিনে অবস্থা আরও খারাপ হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।